যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Wednesday, 16 March 2011

বাঁশীর ব্যথা- ( মাওলানা জালালুদ্দিন রুমী)

শোন দেখি মন বাঁশের বাঁশির বুক বোপে কি উঠছে মধুর সুর,
সুর তো নয় ও, কাঁদছে যে রে বাঁশরী বিচ্ছেদ- বিধুর
কোন অসীমের মায়াতে
সসীম তার এই কায়াতে
এই যে আমার দেহ- বাঁশি, কান্না সুরের গুমরে তায়,
হায়রে! সে যে সুদুর আমার অচিন- প্রিয়ায় চুমুতে চায়।
প্রিয়ায় পাবার ইচ্ছে যে,
উড়ছে সুরের বিচ্ছেদে।

নজরুল রচনাবলী খন্ড-২ / পৃষ্ঠা- ৫০৪

No comments:

Post a Comment