বিরাট শিশুর আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নির্জনে প্রভু নির্জনে।।
শূণ্যে মহা আকাশে (তুমি) মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
শূণ্যে মহা আকাশে (তুমি) মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নির্জনে প্রভু নির্জনে।।
তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নির্জনে প্রভু নির্জনে।।
(এটা টাইপ করার সময় আমার লিলি খালাম্মার কথা মনে উঠল। আমার খাতার মধ্যে উনি এই গানটা লিখে দিয়েছিল। ১৯৯৯ সনে। সেদিন প্রথম শুনলাম, গানটা উনার একটা প্রিয় গান। খাতাটা নেই, কিন্তু গানের পাতাটা রেখে দিয়েছি :) )
(এটা টাইপ করার সময় আমার লিলি খালাম্মার কথা মনে উঠল। আমার খাতার মধ্যে উনি এই গানটা লিখে দিয়েছিল। ১৯৯৯ সনে। সেদিন প্রথম শুনলাম, গানটা উনার একটা প্রিয় গান। খাতাটা নেই, কিন্তু গানের পাতাটা রেখে দিয়েছি :) )
অসাধারণ👌
ReplyDelete