দুনিয়াদারী লেবাস খুলে পর রে হাজীর বেশ।।
আওকাত তোর থাকে যদি আরাফাতের ময়দান
চল আরাফাতের ময়দান,
এক জমাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান-
মুসলিম গৌরব দেকঘার যদি থাকে তার খাহেশ।।
যেথায় হযরত হলেন নাজেল মা আমিনার ঘরে,
খেলেছেন যার পথে ঘাটে মক্কার শহরে-
চল মক্কার শহরে;
সেই মাঠের ধূরা মাখবি যথা নবী চরাতেন মেষ।।
করে হিযরত কায়েম হলেন মদিনায় হযরত-
-যে মদিনায় হযরত,
সেই মদিনা দেখবি রে চল
মিটবে প্রানের হসরত;
সেথা নবীজীর ঐ রওজাতে তোর
আরজী করবি পেশ।।
-কাজী নজরুল ইসলাম-
No comments:
Post a Comment