বিচার চাহি না, তোমার দয়া চাহে এ গুনাহগার।।
আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে,
আশা নাই যে ত'রে যাব বিচারে তোমার।।
বিচার যদি করবে কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুনেই তরে যাব, কেন এ জ্ঞান দিলে।।
দীন- ভিখারী ব'লে আমি
ভিক্ষা যখন চাইব, স্বামী,
শূন্য হাতে ফিরিয়ে দিতে, পারবে না কো আর।।
-কাজী নজরুল ইসলাম-
No comments:
Post a Comment