যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Friday 18 November 2011

এই রাঙামাটির পথে লো

এই রাঙামাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি।
বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে ওলো
প্রাণ হলো উদাসী লো ।।

মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো ।
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো ।।
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে ।
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল ।
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো ।।

No comments:

Post a Comment