যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday 20 November 2011

বুকে তোমায় নাইবা পেলাম

বুকে তোমায় নাইবা পেলাম রইবে আমার চোখের জলে
ওগো বধুঁ! তোমার আসন, গভীর ব্যথায় হিয়ার তলে
আসবে যখন তিমির রাতি রইবেনা কেউ জাগার সাথি
আসবে সেদিন জ্বালব বাতি, মুছব নয়ন জল আঁচলে
নাইবা হলাম প্রিয় তোমার, বন্ধু হতে দোষ কি বধুঁ
মুখের মধুর তৃষ্ণা শেষে আমি দিব বুকের মধু
আমি ভালবাসিনি ত' ভালবাসা পাবার ছলে
বাহুর পাশে প্রিয়ায় বেঁধে আমার তরে উঠবে কেঁদে
সেইতো আমার প্রিয় জয় গো,
প্রিয়, অন্তরে রই, রইনা গলে

No comments:

Post a Comment