যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Friday 18 November 2011

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে।
সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া,
পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া
ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে
গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে।।
বিকালের বিষাদে ঢাকা ছিল বনভুমি,
সকালের মল্লিকা ফুটাইলে তুমি,
রাঙিল উষার রঙে গোধুলি লগন,
শোনালে আশার বাণী বিরহ-বিধুরে।।

No comments:

Post a Comment