যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Friday 18 November 2011

রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে

রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে
কাজরী নাচিয়া চল পুরনারী হরষে।।
কদম তমাল ডালে দোলনা দোলে,
কুহু পাপিয়া ময়ূর বোলে,
মনের বনের মুকুল খোলে,
নটশ্যাম সুন্দর-মেঘ পরশে।।
হৃদয়-যমুনা আজ কূল জানে না গো,
মনের রাধা আজ বাধা মানে না গো।
ডাকিছে ঘর ছাড়া ঝড়ের (শ্যামের) বাঁশী,
অশনি আঘাত হানে দুয়ারে আসি’।
গরজাক্‌ গুরুজন ভবন-বাসী
আমরা বাহিরে যাব-শ্যাম-মেঘ দরশে।।

No comments:

Post a Comment