চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।
কোরাসঃ
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ-
খোল রে নিদ-মহল!
কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।
যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁস।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রীক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল চল চল।।
অনেক ভাল লেগেছে
ReplyDeleteচল চল চল
ReplyDeleteভালোবাসা অবিরাম তোমার প্রতি হে কাজী নজরুল ইসলাম। ভালোবাসা ঘর বানিয়ে হব দেশান্তর দেখিবো সারা বিশ্ব আজ কীভাবে আমাদের উপরে শ্বাপদের মত আচরণ করে। দাও কবি দাও গো মোরে প্রেরণা। ধন্যবাদ
ReplyDeleteখুব ভাল।
ReplyDeleteনজরুল এর প্রতিটা কবিতা মনে শক্তির যোগান দেয়।
ReplyDeleteকেউ এই কবিতার সারর্মম ন
ReplyDelete১ম চরণ ও শেষ চরণের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নের নাম কি??
ReplyDeleteExclamatory- আশ্চর্য/বিস্ময়সূচক/অবাক চিহ্ন (!)
Delete! semicolon r ses ar ta dari
Delete😌
Delete(👋)
আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে 'মহাশ্মশান' না জানি কেমন করে 'গোরস্থান' হয়ে গেলো।
Deleteধন্যবাদ
ReplyDeleteভালো
ReplyDeleteবেশ
ReplyDeleteএই কবিতা টি পড়তে খুব ভালো লাগে
ReplyDeletei love u
ReplyDeleteঅসাধারণ প্রতিভা ছিলো প্রিয় কবির। চমৎকার ও মনোমুগ্ধকর লেখা তাঁর।
ReplyDeleteঅথচ এই কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিৎ ছিল।
ReplyDeleteঠিক বলেছেন।
Deleteএকশ বার সত্যি। মুসলমানের দেশে হিন্দু কবির লেখা গান কোনো মতেই মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা জায়েজ নয়।
Deleteঅসাধারণ কবিতা
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete
ReplyDeleteচল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল চল চল
ReplyDeleteকোরাসঃ
চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!