যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Saturday 19 November 2011

শিউলি মালা গেঁথে ছিলাম তোমায় দেবো বলে

শিউলি মালা গেঁথে ছিলাম তোমায় দেবো বলে
না নিয়ে সে মালা নিঠুর তুমি গেলে চলে
প্রনাম করে উদ্দেসে তাই সেই মালিকা জলে ভাসাই
তোমার ঘাটে লাগে যদি নিও চরন তলে
এল শুভদিন যবে মোর দুখের রাতির শেষে
তোমার তরি গেল ভেসে সুদুর নিরুদ্দেশে
দিন ফুরাবে শিউলি ফুটার
মোর শুভদিন আসবেনা আর
ভরল বিফল পুজার থালা
নীরব চোখের জলে।।

No comments:

Post a Comment