যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Wednesday 11 May 2011

কাব্য-আমপারা

"আমার জীবনের সবচেয়ে বড় সাধ ছিল পবিত্র "কোরআন" শরীফের বাঙলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে সময়মতো তা করে উঠতে পারি নি"
-কবি কাজী নজরুল ইসলাম।
কবি কাজী নজরুল ইসলাম পবিত্র "কোরআন" শরীফের আমপারার অন্তর্গত ৩৮টি ছোট ছোট সুরার বাঙলা পদ্যানুবাদ করেন। তার অনুবাদ পরীক্ষা ও সত্যায়িত করে তৎকালীন সময়ের খ্যাতনামা আলেম দ্বারা গঠিত একটি কমিটি।
১৯৩৩ সালে কবি কাজী নজরুল ইসলামের 'কাব্য-আমপারা' প্রকাশিত হয়।
(কৃতজ্ঞতাঃ স্যামহোয়ার ইন ব্লগের ব্লগারঃ "মাধবী")


(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম, ২০ জ্যৈষ্ঠ ১৩৪০)

No comments:

Post a Comment