যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Monday 16 May 2011

বুলুবুল (ভীমপলশ্রী-দাদরা)

(মিস ফজিলাতুন্নেসা, এম.এ.র বিলাত গমন উপলক্ষে)

জাগিলে 'পারুল' কিগো 'সাত ভাই চম্পা' ডাকে।
উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে।

চলিলে সাগর ঘুরে
অলকার মায়ার পুরে,
ফোটে ফুল নিত্য যেথায়
জীবনের ফুল্ল-শাখে।।

আঁধারের বাতায়নে চাহে আজ লক্ষ তারা,
জাগিছে বন্দিনীরা, টুটে ঐ বন্ধ কারা!

থেকো না স্বর্গে ভুলে
এপারের মর্ত্য-কূলে
ভিড়ায়ো সোনার তরী
আবার এই নদীর বাঁকে।।

No comments:

Post a Comment