যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday 29 May 2011

দূর আরবের স্বপন দেখি

দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে।
বেহুঁশ হ'য়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে।
হায় গো খোদা, কেন মোরে
পাঠাইলে কাঙ্গাল ক'রে,
যেতে নারি প্রিয় নবীর মাজার শরিফ জিয়ারতে।।

স্বপ্নে শুনি নিতুই রাতে যেন কা'বার মিনার থেকে
কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে' ডেকে'।
ইয়া এলাহি! বল সে কবে
আমার স্বপন সফল হ'বে,
আমি গরীব ব'লে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে।।

-কাজী নজরুল ইসলাম-

1 comment: