যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Tuesday 17 May 2011

চল রে কাবার জেয়ারতে

চল রে কাবার জেয়ারতে, চল নবীজীর দেশ।
দুনিয়াদারী লেবাস খুলে পর রে হাজীর বেশ।।

আওকাত তোর থাকে যদি আরাফাতের ময়দান
চল আরাফাতের ময়দান,
এক জমাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান-
মুসলিম গৌরব দেকঘার যদি থাকে তার খাহেশ।।

যেথায় হযরত হলেন নাজেল মা আমিনার ঘরে,
খেলেছেন যার পথে ঘাটে মক্কার শহরে-
চল মক্কার শহরে;
সেই মাঠের ধূরা মাখবি যথা নবী চরাতেন মেষ।।

করে হিযরত কায়েম হলেন মদিনায় হযরত-
-যে মদিনায় হযরত,
সেই মদিনা দেখবি রে চল
মিটবে প্রানের হসরত;
সেথা নবীজীর ঐ রওজাতে তোর
আরজী করবি পেশ।।

-কাজী নজরুল ইসলাম-

No comments:

Post a Comment