যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday, 20 November 2011

কত যুগ যেন দেখিনি তোমার

কত যুগ যেন দেখিনি তোমারে, দেখি নাই কতদিন
তুমি যে জীবন, তোমারে হারায়ে হয়েছিনু প্রাণহীন।
তুমি যেন বায়ু; বায়ু যবে নাহি বয়
আমি ঢুলে পড়ি আয়ু মোর নাহি রয়
তুমি যেন জল, বাঁচিতে পারিনা জল বিনা আমি মীন।
তুমি জানোনা গো তব আশ্রয় বিনা
আমি কত অসহায়
তুমি না ধরিলে আমার এ তনু বাতাসে মিশায়ে যায়।
তাই মোর দেহ লতার প্রায়
তোমারেই শুধু জড়াইতে চায়
তাই এ বিরহী তনু মোর হের
দিনে দিনে হয় ক্ষীণ।।

No comments:

Post a Comment