বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম-
আমার কৃষ্ণ ঘনশ্যাম।
আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম-
এলাম ব্রজধাম।।
তোর কোন্ কূলে কোন্ বনের মাঝে
আমার কানুর বেণু বাজে,
আমি কোথায় গেলে শুনতে পাব
‘রাধা রাধা’ নাম।।
আমি শুধাই ব্রজের ঘরে ঘরে-
কৃষ্ণ কোথায় বল্;
কেন কেউ কহে না কথা,
হেরি সবার চোখে জল।
বল্ রে আমার শ্যামল কোথায়,
কোন্ মথুরায় কোন দ্বারকায়-
বল্ যমুনা বল।
বাজে বৃন্দাবনের কোন্ পথে তাঁর
নূপুর অভিরাম।।
No comments:
Post a Comment