তোরে সোনাল ফুলের বাজু দেবো, চুড়ি বেলোয়ারী
তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেবো, কল্মিলতার বালা
গলায় দেবো টাট্কা তোলা ভাঁট ফুলেরই মালা
রক্ত-শালুক দিব পায়ে, পরবে আল্তা তারি।
হলুদ-চাঁপার বরণ কন্যা এস আমার নায়
সরষে ফুলের সোনার রেণু মাখাব ওই গায়
ঠোঁটে দিব রাঙা পলাশ, মহুয়া ফুলের মউ
বকুল ডালে দাকবে পাখি, বউ গো কথা কও
আমি সব দিব গো, যা পারি আর যা না দিতে পারি।।
No comments:
Post a Comment