যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday 20 November 2011

নিশি ভোর হল জাগিয়া

নিশি ভোর হল জাগিয়া, পরাণ পিয়া
ডাকে পিউ কাঁহা পাপিয়া, পরাণ পিয়া।
ভুলি বুলবুলি সোহাগে, কত গুলবদনী জাগে
রাতি গুলশনে যাপিয়া, পরাণ পিয়া।

জেগে রয় জাগার সাথী
দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুলশয়ন পাতিয়া
পরাণ পিয়া।

গেয়ে গান কে কাহারে
জেগে রয় কবি এ পারে
দিলি দান কারে এ হিয়া
পরাণ পিয়া।।

No comments:

Post a Comment