যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Friday, 18 November 2011

আমার নয়নে নয়ন রাখি

আমার নয়নে নয়ন রাখি
পান করিতে চাহ কোন অমিয়
আছে এ আঁখিতে উষ্ণ আঁখিজল
মধুর সুধা নাই পরাণ প্রিয়।

ওগো ও শিল্পী গলাইয়া মোরে
গড়িতে চাহ কোন মানস প্রতিমারে
ওগো ও পূজারী কেন এ আরতি
জাগাতে পাষাণ প্রণয় দেবতারে
এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মদ
ওগো প্রেমাস্পদ পিও হে পিও।

আমারে কর গুণী তোমার বীণা
কাঁদিব সুরে সুরে কণ্ঠলীনা
আমার মনের মুকুরে কবি
হেরিতে চাহ কোন মানসীর ছবি
চাহ যদি মোরে কর গো চন্দন
তপ্ত তনু তব শীতল করিয়ো।।

No comments:

Post a Comment