যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Friday, 18 November 2011

দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা

দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা।      
মধুমাধবী সুরে চৈত্র পূর্নিমা রাতে
বাজো বেণুকা।।          
বাজো শীর্ণা-স্রোত নদী-তীরে,                          
বাজো ঘুম যবে নামে বন ঘিরে,              
যবে, ঝরে এলোমেলো বায়ে ধীরে,                     
বাজো বেণুকা।।
মধুমালতী-বেলা-বনে ঘনাও নেশা;
স্বপন আনো জাগরণে মদিরা মেশা।
মন যবে রহে না ঘরে
বিরহ-লোকে সে বিহরে,
যবে নিরাশার বালুচরে
ওড়ে বালুকা।
বাজো বেণুকা, বাজো বেণুকা।।

No comments:

Post a Comment