যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday 30 May 2010

বিবাহ চাষ

বাপ্ রে বাপ্, কি পোলার পাল
পিলপিল্ কইরা আসে
সব কিলবিল কইরা আসে
কি ফলই ফলাইছে বাবা
এই বিবাহ রূপ চাষে।
পোলার পাল না ছাতাইরা পাখি
খ্যাট-খ্যাটাইয়া উঠছে ডাকি
‘অমুক দাও আর তমুক দাও’
‘চয়ে খাইমু আর উয়ো লাও’
মাংস যেন ছিইরা খাইব
গিলতে চায় গোগ্রাসে।
কেউ বা আইস্যা ধরে কোঁচা
কেউ বা টানে কাছা,
কাউয়ার দল যেমন কইরা
খ্যাদায় প্যাচা।
নেড়রি গেঁড়রি যেন তৈলের ভাঁড়
লবনের ভাঁড় জ্বালায় হাড়।
ব্যাঙের ছাও ব্যাঙাচি যেন
বাইরায় আষাঢ় মাসে
আমি জাইন্যা শুইন্যা চইড়াছি বাপ
আপন শূলের বাঁশে।

[নজরুল রচনাবলী\ খন্ড-৩\পৃষ্ঠা-৮৬৯ : কাজী নজরুল ইসলাম]

No comments:

Post a Comment