যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday 30 May 2010

জাগিতে যে এসেছি রাতি

জাগিতে যে এসেছি রাতি, শুধু জাগিতে
যে এসেছি রাতি,
জাগাতে আসিনি গো,
আমি নহি তব মিলন বাসর সাথী।
আমি আজ দুর, আমি ভুলে যাওয়া,
ঝরা ফুল বনে বৈশাখী হাওয়া,
অতীত দিনের আধাঁর শ্মশানে আমি
যে স্মৃতির বাতি।

-কাজী নজরুল ইসলাম-

4 comments:

  1. এটা নজরুল সংগীত নয়, এটা প্রণব রায়ের লেখা গান।

    ReplyDelete
  2. এটার প্রমান কি

    ReplyDelete
  3. এই গানটা প্রণব রায়ের লেখা।

    ReplyDelete