দুলে ওঠে দেহলতা,
ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠেমন।।
অন্তর সৌরভে শিহরে
কথার কোয়েলিয়া কুহরে
তনু মন রঞ্জিত করে গো
প্রীতির পলাশ- রঙ্গন।।
কী যেন মধু জাগে হিয়াতে-
চাহে যেন সেই মধু
কোন চাঁদে পিয়াতে।
ফুটাইয়া ফুল কোথা চলে যাও,
হতাশ নিঃশ্বাসে কী বলে যাও-
মধু পান করি না'ক
রচে যাই শুধু মধুবন।।
No comments:
Post a Comment