যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?
আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!
তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,
দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্ সবে
কম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্ !
বিশ্ব পাপস্থান
অর্ধেক এর ভগবান, আর অর্ধেক শয়তান্!
থর্মান্ধরা শোনো,
অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ!
সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।
এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ
পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ।
বন্ধু, কহিনি মিছে,
ব্রহ্মা বিষ্ণু শিব হ’তে ধ’রে ক্রমে নেমে এস নীচে-
মানুষের কথা ছেড়ে দাও, যত ধ্যানী মুনি ঋষি যোগী
আত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী!
এ-দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-ছালা!
হেথা সবে সম পাপী,
আপন পাপের বাট্খারা দিয়ে অন্যের পাপ মাপি!
জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,
টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও।
পাপী নও যদি কেন এ ভড়ং, ট্রেডমার্কার ধুম?
পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ পাপের আসামী গুম।
বন্ধু, একটা মজার গল্প শোনো,
একদা অপাপ ফেরেশতা সব স্বর্গ-সভায় কোনো
এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দুষি,’
দিন রাত নাই এত পূজা করি, এত ক’রে তাঁরে তুষি,
তবু তিনি যেন খুশি নন্-তাঁর যত স্নেহ দয়া ঝরে
পাপ-আসক্ত কাদা ও মাটির মানুষ জাতির’ পরে!
শুনিলেন সব অন্তর্যামী, হাসিয়া সবারে ক’ন,-
মলিন ধুলার সন-ান ওরা বড় দুর্বল মন,
ফুলে ফুলে সেথা ভুলের বেদনা-নয়নে , অধরে শাপ,
চন্দনে সেথা কামনার জ্বালা, চাঁদে চুম্বন-তাপ!
সেথা কামিনীর নয়নে কাজল, শ্রেনীতে চন্দ্রহার,
চরণে লাক্ষা, ঠোটে তাম্বুল, দেখে ম’রে আছে মার!
প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান,
বুকে বুকে সেথা বাঁকা ফুল-ধনু, চোখে চোখে ফুল-বাণ।
দেবদুত সব বলে, ‘প্রভু, মোরা দেখিব কেমন ধরা,
কেমনে সেখানে ফুল ফোটে যার শিয়রে মৃত্যু-জরা!’
কহিলেন বিভু-‘তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন
যাক্ পৃথিবীতে, দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন!’
‘হারুত’ ‘মারুত’ ফেরেশতাদের গৌরব রবি-শশী
ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি’।
কায়ায় কায়ায় মায়া বুলে হেথা ছায়ায় ছায়ায় ফাঁদ,
কমল-দীঘিতে সাতশ’ হয়েছে এই আকাশের চাঁদ!
শব্দ গন্ধ বর্ণ হেথায় পেতেছে অরূপ-ফাঁসী,
ঘাটে ঘাটে হেথা ঘট-ভরা হাসি, মাঠে মাঠে কাঁদে বাঁশী!
দুদিনে আতশী ফেরেশতা প্রাণ- ভিজিল মাটির রসে,
শফরী-চোখের চটুল চাতুরী বুকে দাগ কেটে বসে।
ঘাঘরী ঝলকি’ গাগরী ছলকি’ নাগরী ‘জোহরা’ যায়-
স্বর্গের দূত মজিল সে-রূপে, বিকাইল রাঙা পা’য়!
অধর-আনার-রসে ডুবে গেল দোজখের নার-ভীতি,
মাটির সোরাহী মস-ানা হ’ল আঙ্গুরী খুনে তিতি’!
কোথা ভেসে গেল-সংযম-বাঁধ, বারণের বেড়া টুটে,
প্রাণ ভ’রে পিয়ে মাটির মদিরা ওষ্ঠ-পুষ্প-পুটে।
বেহেশ্তে সব ফেরেশ্তাদের বিধাতা কহেন হাসি’-
‘ হার”ত মার”তে কি ক’রেছে দেখ ধরণী সর্বনাশী!’
নয়না এখানে যাদু জানে সখা এক আঁখি-ইশারায়
লক্ষ যুগের মহা-তপস্যা কোথায় উবিয়া যায়।
সুন্দরী বসুমতী
চিরযৌবনা, দেবতা ইহার শিব নয়-কাম রতি!
Sin
Translation: Sajed Kamal
I sing of Equality -
Sinners of all grades are all my sisters
and brothers.
In this valley of sin, who is there among
men and women that hath not committed a sin?
I am but an abominable person; - the
pilot of sinners sunk in the quagmire of sin.
Heaven itself is tottering under the weight
of the sin of 330 million gods.
The demons enter Heaven through
the sinful path of the gods,
from Adam down to this Nazrul
all haven, more or less, butchered virtue
with the knife of sin.
The world is a domain of sin -
Half of it is God, the other half is satan!
Listen, a fanatics! Before counting
another's sins, count thy own!
Out of the quagmire of sin growth virtue
like a lotus; in every flower there�s sin.
This beautiful world is full of mere deceit and curse.
Unable to get rid of them sage after
Sage pledged their heart and soul
to .virtue, and their body to vice.
Friend, I have said no untruth,
Begin with Brahma, Bishnu, Siva and
come downward gradually-
Leave aside Men, be they devotees, saints,
Sages or hermits -
Their souls are self-denying ascetics,
their bodies are self-indulgent hedonists!
This world is a caravanserai of vice,
Here on the back of Religion's Ass the
bag of virtue is empty �
Here all are equally sinful.
By the measure of our sin we measure another's sin.
If thou dost really run a godly race,
why such ample ceremony of outward show?
Putting on a cap and keeping a tuft of
hair on head thou dost seem to proclaim
that thou art not a sinner �
If not a sinner, why such extravagant
parade of trade Mark'?
The culprit has concealed himself in the
official costume of a Police officer!
Friend, let me tell thee a funny story,
Once Angels sinless assembled at a certain
meeting of Heaven were finding fault
with the dispensation of God as follows:
'Day and Night and Night and Day, we
Worship Him and attend his pleasure,
Yet He does not seem well-pleased -
all His boundless love and mercy flows
for mankind who are made of clay
and earth and are sunk in sin!
All-knowing God knew it and addressed
them smiling -"Children of humble dust
they are with very frail minds,
In every flower on earth there's pain
in the eyes, on the lips, there's curse,
in the sandal wood there's a burning
desire, in the moon a thirst for kisses!
There in the eyes of a maiden is collyrium,
On the waist a silver chain, on the
margin of the feet a red juice of a
particular tree, on the lips a red
hue of chewed betel, cupid himself
is a captive of these charms! A
beautiful Satan with vigilant eyes
guards the door, in every breast
there's a quiver of flowers,
and everywhere the eyes send arrows
of flowers!"
Angels all said, " lord, Let us see the
Earth and see how flowers blossom
there at whose head lies decrepitude and death.'
Said God, - ' Let two among you
decidedly superior to the rest go to
the earth and know the awful
nature of its temptation.'
Haroot and Maroot - the glory
of the Angels as the Sun and the Moon
in the sky -came down into human
habitation, and became partners of the
dust-be-decked Earth! Here some
spell nestles round every human shape
and everywhere is spread a snare,
in the water of the Lotus-Lake, one
moon of the sky has become seven hundred
Moons! Sound, Smell, colour have
Set up a magic noose; here on
every bank laughter overflows the
pitchers of water, and in fields
and meadows are heard the
sweetest saddest songs
Soon was softened the heart of
the Angecls of fire with the juice of Earth,
the amorous looks of carp-like eyes
leave their mark on the bosom �
Waving her Ghaghri
with a small pitcher of water on
her waist goes the artful, amorous Zohora --
The Ambassadors of Heaven were
captivated by that beauty., and
surrendered themselves at her rosy feet.
drowned in the nectar of her lips like Anar-juice
The earthen pot of water was intoxicated
with the blood-red juice of grapes.
Away, away was swept the four
walls of self-restraint, the citadel
was bathered, to their heart's content
They drank the wine of Earth with
their flowery lips.
In Heaven God addressed all the
Angels smilingly as follows:
"See what has been done to Haroot
and Maroot by the wily Earth!
A damsel has a fatal gift of
smell there, one speechless
message of her eyes, friends, is
enough to set at naught the
merits of the great penance
of a million ages!
Nymph Earth is possessed of eternal
Youth, Her Lord is Cupid - not Siva!
খুব ভাল লাগল এই সাইট দেখে।
ReplyDeleteexcellent
ReplyDeleteথর্মান্ধরা শোনো,
ReplyDeleteঅন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ!
সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।
দারুণ
ReplyDelete