যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday, 30 May 2010

রোজ হাশরে আল্লাহ আমার কোর না বিচার

রোজ হাশরে আল্লাহ আমার কোর না বিচার
বিচার চাহি না, তোমার দয়া চাহে এ গুনাহগার।।

আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে
আশা নাই যে যাব তরে বিচারে তোমার।।

বিচার যদি করবে কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুনেই তরে যাব, কেন এ জ্ঞান দিলে!

দীন ভিখারি বলে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর।।


Don't judge me, O Allah!
Original: Roj Hashore Allah Amar koro na bichar
by Kazi Nazrul Islam

Translation: Mohammad Omar Farooq
[11/12/05]

Don't judge me, O Allah, on the Day of Resurrection!
This sinner doesn't want a trial, wants your love and compassion!!
Quite knowingly throughout my life
sins have accumulated so rife,
I can't hope to survive your judgment and scrutiny;
Don't judge me, O Allah, don't judge me!
If you really wish to judge, why the name Rahman, the Most Kind?
Why did you give the knowledge that by that name salvation we will find!
On that Day, as a humble mendicant,
when I will beg of you, O Lord, the Dominant!
Will you be able to turn me away with hands empty?
Don't judge me, O Allah, don't judge me!

Courtesy: Nazrul Rochonaboli [Dhaka: Bangla Academy, 1996], pp. 280-281

No comments:

Post a Comment