ক্ষমা করো হযরত
ভূলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো পথ
ক্ষমা করো হযরত।
বিলাস বিভব দলিয়াছ পায়
ধুলিসম তুমি প্রভূ
তুমি চাহো নাই আমরা হইব
বাদশাহ, নওয়াব কভু।
এই ধরণীর ধন সম্পদ
সকলের তাহে সম অধিকার,
তুমি বলেছিলে ধরণীতে সবে
সমান পুত্রবৎ
ক্ষমা করো হযরত।
তোমার ধর্মে অবিশ্বাসীদের
তুমি ঘৃনা নাহি করে,
আপন তাদের করিয়াছ সেবা
ঠাই দিয়েছ তুমি ঘরে।
ভিন্ন ধর্মীর পূজা মন্দির
ভাংতে আদেশ দাওনি, হে বীর!
আমরা আজিকে সহ্য করিতে
পারিনা পর মত।
ক্ষমা করো হযরত।
তুমি চাও নাই ধর্মের নামে
গ্লানীকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে
দিয়াছ অমর বানী।
মোরে ভুলে গিয়ে তব উদারতা
শার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশ্ত থেকে ঝরে নাকো আর
তাই তব রহমত।
ক্ষমা কর হযরত।
তোমার বানীকে করিনি গ্রহন
ক্ষমা করো হযরত
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো পথ।
ক্ষমা করো হযরত।
Forgive us, O Prophet!
Translation: Mohammad Omar Farooq
We haven't embraced your message,
Please forgive us, O Prophet!
We have forgotten your ideals
And the path for us that you did set.
Please forgive us, O Prophet!
You trampled like dust
Luxury and wealth, O master!
You never dreamed that
We will be kings or lords of disaster!
In this world's resource and treasure
Everyone has right of due measure;
You proclaimed, on this earth,
Equal son's treatment all will get.
Please forgive us, O Prophet!
In your religion, toward the unbelievers
You did not direct any hate;
You served them as your fellows,
For all of them was open your hospitable gate.
To demolish temples of others anywhere on land,
O valiant, you did not ever command;
Now even difference in opinion from others
We can't bear or tolerate.
Please forgive us, O Prophet!
You did not seek in the name of faith
Meaningless and shameful killing or fight;
You did not place sword in our hand,
Rather gave us guidance, so noble and upright.
Ignoring your tolerance and magnanimity
We have elevated fanaticism to a new nobility;
Is that why, from the heavenly fountain,
Does not flow that mercy, so divine and great?
Please forgive us, O Prophet!
We haven't embraced your message
Please forgive us, O Prophet!
We have forgotten your ideals
And the path for us that you did set.
Please forgive us, O Prophet!
খুব সুন্দর হয়েছে।
ReplyDelete