যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Friday, 28 May 2010

অবেলার ডাক

অনেক ক’রে বাসতে ভালো পারিনি মা তখন যারে,
আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে।।

আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে,
চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরের ঘুমে।
ভাব্‌তুম তখন এ কোন্‌ বালাই!
কর্‌ত এ প্রাণ পালাই পালাই।
আজ সে কথা মনে হ’য়ে ভাসি অঝোর নয়ন-ঝরে।
অভাগিনীর সে গরব আজ ধূলায় লুটায় ব্যথার ভারে।।

তর”ণ তাহার ভরাট বুকের উপ্‌চে-পড়া আদর সোহাগ
হেলায় দু’পায় দ’লেছি মা, আজ কেন হায় তার অনুরাগ?
এই চরণ সে বক্ষে চেপে
চুমেছে, আর দু’চোখ ছেপে
জল ঝ’রেছে, তখনো মা কইনি কথা অহঙ্কারে,
এম্‌নি দার”ণ হতাদরে ক’রেছি মা, বিদায় তারে।।

দেখেওছিলাম বুক-ভরা তার অনাদরের আঘাত-কাঁটা,
দ্বার হ’তে সে গেছে দ্বারে খেয়ে সবার লাথি-ঝাটা।
ভেবেছিলাম আমার কাছে
তার দরদের শানি- আছে,
আমিও গো মা ফিরিয়ে দিলাম চিন্‌তে নেরে দেবতারে।
ভিক্ষুবেশে এসেছিল রাজাধিরাজ দাসীর দ্বারে।।

পথ ভুলে সে এসেছিল সে মোর সাধের রাজ-ভিখারী,
মাগো আমি ভিখারিনী, আমি কি তাঁয় চিন্‌তে পারি?
তাই মাগো তাঁর পূজার ডালা
নিইনি, নিইনি মণির মালা,
দেব্‌তা আমার নিজে আমায় পূজল ষোড়শ-উপচারে।
পূজারীকে চিন্‌লাম না মা পূজা-ধূমের অন্ধকারে।।

আমায় চাওয়াই শেষ চাওয়া তার মাগো আমি তা কি জানি?
ধরায় শুধু রইল ধরা রাজ-অতিথির বিদায়-বাণী।
ওরে আমার ভালোবাসা!
কোথায় বেঁধেছিলি বাসা
যখন আমার রাজা এসে দাঁড়িয়েছিল এই দুয়ারে?
নিঃশ্বসিয়া উঠছে ধরা, ‘নেই রে সে নেই, খুঁজিস কারে!’

সে যে পথের চির-পথিক, তার কি সহে ঘরের মায়া?
দূর হ’তে মা দূরন-রে ডাকে তাকে পথের ছায়া।
মাঠের পারে বনের মাঝে
চপল তাহার নূপুর বাজে,
ফুলের সাথে ফুটে বেড়ায়, মেঘের সাথে যায় পাহাড়ে,
ধরা দিয়েও দেয় না ধরা জানি না সে চায় কাহারে?

মাগো আমায় শক্তি কোথায় পথ-পাগলে ধ’রে রাখার?
তার তরে নয় ভালোবাসা সন্ধ্যা-প্রদীপ ঘরে ডাকার।
তাই মা আমার বুকের কবাট
খুলতে নারল তার করাঘাত,
এ মন তখন কেমন যেন বাসত ভালো আর কাহারে,
আমিই দূরে ঠেলে দিলাম অভিমানী ঘর-হারারে।।

সোহাগে সে ধ’রতে যেত নিবিড় ক’রে বক্ষে চেপে,
হতভাগী পারিয়ে যেতাম ভয়ে এ বুক উঠ্‌ত কেঁপে।
রাজ ভিখারীর আঁখির কালো,
দূরে থেকেই লাগ্‌ত ভালো,
আসলে কাছে ক্ষুধিত তার দীঘল চাওয়া অশ্র”-ভারে।
ব্যথায় কেমন মুষড়ে যেতাম, সুর হারাতাম মনে তরে।।

আজ কেন মা তারই মতন আমারো এই বুকের ক্ষুধা
চায় শুধু সেই হেলায় হারা আদর-সোহাগ পরশ-সুধা,
আজ মনে হয় তাঁর সে বুকে
এ মুখ চেপে নিবিড় সুখে
গভীর দুখের কাঁদন কেঁদে শেষ ক’রে দিই এ আমারে!
যায় না কি মা আমার কাঁদন তাঁহার দেশের কানন-পারে?

আজ বুঝেছি এ-জনমের আমার নিখিল শানি–আরাম
চুরি ক’রে পালিয়ে গেছে চোরের রাজা সেই প্রাণারাম।
হে বসনে-র রাজা আমার!
নাও এসে মোর হার-মানা-হারা!
আজ যে আমার বুক ফেটে যায় আর্তনাদের হাহাকারে,
দেখে যাও আজ সেই পাষাণী কেমন ক’রে কাঁদতে পারে!

তোমার কথাই সত্য হ’ল পাষাণ ফেটেও রক্ত বহে,
দাবাললের দার”ণ দাহ তুষার-গিরি আজকে দহে।
জাগল বুকে ভীষণ জোয়ার,
ভাঙল আগল ভাঙল দুয়ার
মূকের বুকে দেব্‌তা এলেন মুখর মুখে ভীম পাথারে।
বুক ফেটেছে মুখ ফুটেছে-মাগো মানা ক’র্‌ছ কারে?

স্বর্গ আমার গেছে পুড়ে তারই চ’লে যাওয়ার সাথে,
এখন আমার একার বাসার দোসরহীন এই দুঃখ-রাতে।
ঘুম ভাঙাতে আস্‌বে না সে
ভোর না হ’তেই শিয়র-পাশে,
আস্‌বে না আর গভীর রাতে চুম-চুরির অভিসারে,
কাঁদাবে ফিরে তাঁহার সাথী ঝড়ের রাতি বনের পারে।

আজ পেলে তাঁয় হুম্‌ড়ি খেয়ে প’ড়তুম মাগো যুগল পদে,
বুকে ধ’রে পদ-কোকনদ স্নান করাতাম আঁখির হ্রদে।
ব’সতে দিতাম আধেক আঁচল,
সজল চোখের চোখ-ভরা জল-
ভেজা কাজল মুছতাম তার চোখে মুখে অধর-ধারে,
আকুল কেশে পা মুছাতাম বেঁধে বাহুর কারাগারে।

দেখ্‌তে মাগো তখন তোমার রাক্ষুসী এই সর্বনাশী,
মুখ থুয়ে তাঁর উদার বুকে ব’লত,‘ আমি ভালোবাসি!’
ব’ল্‌তে গিয়ে সুখ-শরমে
লাল হ’য়ে গাল উঠত ঘেমে,
বুক হ’তে মুখ আস্‌ত নেমে লুটিয়ে যখন কোল-কিনারে,
দেখ্‌তুম মাগো তখন কেমন মান ক’রে সে থাক্‌তে পারে!

এম্‌নি এখন কতই আমা ভালোবাসার তৃষ্ণা জাগে
তাঁর ওপর মা অভিমানে, ব্যাথায়, রাগে, অনুরাগে।
চোখের জলের ঋণী ক’রে,
সে গেছে কোন্‌ দ্বীপান-রে?
সে বুঝি মা সাত সমুদ্দুর তের নদীর সুদূরপারে?
ঝড়ের হাওয়া সেও বুঝি মা সে দূর-দেশে যেতে নারে?

তারে আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর,
চৌচির হ’য়ে প’ড়বে ফেটে আনন্দে মা তাহার কবর।
চীৎকারে তার উঠবে কেঁপে
ধরার সাগর অশ্র” ছেপে,
উঠবে ক্ষেপে অগ্নি-গিরি সেই পাগলের হুহুঙ্কারে,
ভূধর সাগর আকাশ বাতাস ঘুর্ণি নেচে ঘিরবে তারে।

ছি, মা! তুমি ডুকরে কেন উঠছ কেঁদে অমন ক’রে?
তার চেয়ে মা তারই কোনো শোনা-কথা শুনাও মোরে!
শুনতে শুনতে তোমার কোলে
ঘুমিয়ে পড়ি। – ও কে খোলে
দুয়ার ওমা? ঝড় বুঝি মা তারই মতো ধাক্কা মারে?
ঝোড়ো হওয়া! ঝোড়ো হাওয়া! বন্ধু তোমার সাগর পারে!

সে কি হেথায় আসতে পারে আমি যেথায় আছি বেঁচে,
যে দেশে নেই আমার ছায়া এবার সে সেই দেশে গেছে!
তবু কেন থাকি’ থাকি’,
ইচ্ছা করে তারেই ডাকি!
যে কথা মোর রইল বাকী হায় যে কথা শুনাই কারে?
মাগো আমার প্রাণের কাঁদন আছড়ে মরে বুকের দ্বারে!

যাই তবে মা! দেকা হ’লে আমার কথা ব’লো তারে-
রাজার পূজা-সে কি কভু ভিখারিনী ঠেলতে পারে?
মাগো আমি জানি জানি,
আসবে আবার অভিমানী
খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কুটীর-দ্বারে,
ব’লো তখন খুঁজতে তারেই হারিয়ে গেছি অন্ধকারে!

A Belated Call
Translation: Abdul Hakim

Him whom I could not then love much
Why do I now remember thus at this late
hour, a Mother?
Today I remember every night he lulled
me to sleep by kissing my eves,
Kisses followed kisses breaking my
early dawn sleep under their heavy load.

I felt then much distressed
And sought an early release.
The memory now fills my eyes with
. a flood of tears.
Me unfortunate! Under griefs
overwhelming weight vanity doors
now kiss the dust.
The over-flowing caress of the fuIlness
of his young breast
I trampled under foot, a Mother!
Why then this hankering today
These feet he pressed on his breast
And on them did print a thousand kisses,
While tears inundated his eyes,
With no response from me, so vain
was I, a Mother!
Thus awfully disgraced he had to go away.
Indeed I saw his breast with scars of neglect,
From pillar to' post went he disgraced,
He thought of mea a haven,
A protection from insult, an abode of peace.
A fool that I was I shut my door
upon my lord through ignorance.
In disguise of a beggar called at my door
my King of Kings.
He lost his way and came, he,
my welcome kingly beggar, [end of page 109]

Me wretched! How could I recognize
him, O Mother?
So his offerings of worship,
His garland of pearls I refused,
My Lord himself worshipped me with
ample offerings,
Alas! I knew not the worshipper
amid the encircling dark smoke of
burnt incense.
Who knew he came to me last?
Nothing is left behind save farewell
message of the princely guest.
O my Love!
Where didst thou nestle,
When called at this door my King?
Earth now heaves a sigh: 'He is
not here, seek him in vain.'
He is an eternal traveller, free. of the
bonds of home.
From far afar comet the magic call
of the shady path
Beyond the heath, in the thick of the forest,
Hark, the amorous jingling of his
tinkling anklet?
He blossoms with the flower, wanders
over hills with the clouds,
Now here, now gone, I know not
whom he wants.
Mother, where should I get power
enough to hold this gypsy lover?
For him is not love, nor evening
lamp to call home.
So the doors of my heart
Responded not to his knockings,
I thought I then loved
some one else.
I pushed afar the homeless wanderer,
with his offended sentiment.
In loving embrace, he wanted to press
me closely to his bosom,
A wretch I was to run away in trembling fear. [end of page 110]
The shade of kingly beggar's eyes
From a distance charmed me,
At his near approach the tearful depth of
his long hungry look,
Overwhelmed me with pain and the lyre
of my mind went out of tune,
Why then, Mother, do I hanger now
for him to come back,
And long for his touch of love and caress
I then disregarded?
Today, I feel I can bury my face
in his bosom in deep felicity,
And can easily weep out my soul
laden with sorrow.
Will my wails reach him across the dim
forest of his abode, O Mother?
Today, I understand, my whole wealth of
life's peace and happiness
My lover, the King of thieves, has stolen away.
O My King of Spring Season!
Come back and take my garland
as laurels on thy brow.
Today, my bosom bursts under the
load of grief and lamentation,
Come and see how heart-rending are
now the wails of that marble-hearted one.
Thy prophecy comes true, blood flows out of stone
The terrible conflagration of forest
burns today a mountain of stone
A stupendous flow-tide arises in my bosom,
Breaking barriers, breaking bulwarks,
In the breast of the dumb appears the
God of speech amid a tempestuous sea--�
Now my bosom bursts, my mouth speaks
Whom can you stop, Mother?
My heaven was lost with his departure,
Now I toss on my sleepless pillow alone
with no companion on this sad night-- �
He ill not come by my side up
To wake me up before peep of dawn
Never will he come at deep of night in the, [end of page 111]
amorous pursuit of stealthy kisses,
His companion is doomed to weep out .
a stormy night across a forest.
Had I but found him today. I would,
O Mother, have fallen flat at his fear
Holding his lotus like feet on my breast
bathed them in my lake of tears
Seated him on one-half of my skirt,
The flood of dears appearing unbidden �
I would have wiped out the wet collyrium
from his eyes, face and lip's corner,
With my disheveled hair wiped his feet
imprisoning him within my embrace.
Thou couldst see then, Mother, this
Wayward girl, this cause of all ills
Leaning her face on his generous bosom
and saying, 'I love you'
While thus unbosoming herself, a
pleasing bashfulness
Would make her blush and swear,
Her face would unwillingly descend from
his breast and roll unawares on his lap
I would see, Mother, how could he then
restrain himself on ground of
injured sentiment!
Thus now arises in me many a hope
and thirst for love,
From offended vanity, anguish, passion'
and attachment rolled into one.
Leaving me as a debtor of tears,
Has he crossed high seas for an
unknown island?
Is it far beyond rivers, Mother?
Is it that tempest itself cannot
reach that far-off land. O Mother?
If he now learns that I do love him,
In wild ecstasy will his sepulcher burst open�
His shouts will make
The wide ocean of tears overflow,
His frantic thunder will make a
volcano burst forth [end of page 112]
Mountain and ocean and sky and air
will encircle him in a cyclic dance,
for shame! Mother, why shouldst thou weep
plaintively like that?
Rather recite to me some lay heard
by thee from him.
And listening let me fall asleep on thy lap.
But who knocks at the door?
Is it the storm that strikes like him?
O West Wind' Wild West Wind!
Thy friend is on the other side of the sea.
He shall not come where I do exist.
Gone is he to that land where falleth not my shadow.
Why, still, from time to-time,
Do I feel inclined to call him?
To whom should I breathe what remains
still unsaid by me?
O Mother, my heart's anguish doth struggle
hard on the threshold of my boso
Adieu! Adieu! Speak to him of me
if thou dost meet him �
A King's offering can a beggar-maid .
ever refuse it?
I know. I know, Mother,
My offended lover, shall come again
In search of l1]e at dead of night
to this door of our cottage,
Tell him then I am lost in darkness
in search of him alone!

No comments:

Post a Comment