আমার যে নাথ, অনন্ত সাধ, অনন্ত পিপাসা।
দাহন তুমি করবে যতো, প্রেমের শিখা জ্বলবে ততো,
সে যে আমার মন্ত্র পুজার, তোমার কঠিন ভাষা।
ফুলমালী ফুলের শাখা কাট যত পারো,
আহত সেই ফুল শাখাতে ধরবে কুসুম আরো।
হানলে আঘাত নিথর জলে, অধীর বেগে ঢেউ উথলে,
তোমার অবহেলায় বিপুল হলো, আমার ভীরু ভালবাসা।
- কাজী নজরুল ইসলাম-
No comments:
Post a Comment