যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Friday, 28 May 2010

ফরিয়াদ

এই ধরণীর ধূলি-মাখা তব অসহায় সন্তান
মাগে প্রতিকার, উত্তর দাও, আদি-পিতা ভগবান!-
আমার আঁখির দুখ-দীপ নিয়া
বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া,
যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভ’রে ওঠে সারা প্রাণ!
এত ভালো তুমি? এত ভালোবাসা? এত তুমি মহীয়ান্‌?
ভগবান! ভগবান!

তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ, পিতা!
সৃষ্টি-শিয়রে ব’সে কাঁদ তবু জননীর মতো ভীতা!
নাহি সোয়াসি-, নাহি যেন সুখ,
ভেঙে গড়ো, গড়ে ভাঙো, উৎসুক!
আকাশ মুড়েছ মরকতে-পাছে আঁখি হয় রোদে ম্লান।
তোমার পবন করিছে বীজন জুড়াতে দগ্ধ প্রাণ!
ভগবান! ভগবান!

রবি শশী তারা প্রভাত-সন্ধ্যা তোমার আদেশ কহে-
‘এই দিবা রাতি আকাশ বাতাস নহে একা কারো নহে।
এই ধরণীর যাহা সম্বল,-
বাসে-ভরা ফুল, রসে-ভরা ফল,
সু-স্নিগ্ধ মাটি, সুধাসম জল, পাখীর কন্ঠে গান,-
সকলের এতে সম অধিকার, এই তাঁর ফরমান!’
ভগবান! ভগবান!

শ্বেত পীত কালো করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ।
আমরা যে কালো, তুমি ভালো জান, নহে তাহা অপরাধ!
তুমি বল নাই, শুধু শ্বেতদ্বীপে
জোগাইবে আলো রবি-শশী-দীপে,
সাদা র’বে সবাকার টুঁটি টিপে, এ নহে তব বিধান।
সন-ান তব করিতেছে আজ তোমার অসম্মান!
ভগবান! ভগবান!

তব কনিষ্ঠ মেয়ে ধরণীরে দিলে দান ধুলা-মাটি,
তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি!
ময়ূরের মতো কলাপ মেলিয়া
তার আনন্দ বেড়ায় খেলিয়া-
সন-ান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান!
ঈর্ষায় মাতি’ করে কাটাকাটি, রচে নিতি ব্যবধান!
ভগবান! ভগবান!
তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী,
রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গোবী!
মাটির ঢিবিতে দু’দিন বসিয়া
রাজা সেজে করে পেষণ কষিয়া!
সে পেষণে তারি আসন ধসিয়া রচিছে গোরস’ান!
ভাই-এর মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরের আখ্যা পান!
ভগবান! ভগবান!

জনগণে যারা জোঁক সম শোষে তারে মহাজন কয়,
সন-ান সম পালে যারা জমি, তারা জমিদার নয়।
মাটিতে যাদের ঠেকে না চরণ,
মাটির মালিক তাঁহারাই হন-
যে যত ভন্ড ধড়িবাজ আজ সেই তত বলবান।
নিতি নব ছোরা গড়িয়া কসাই বলে জ্ঞান-বিজ্ঞান।
ভগবান! ভগবান!

অন্যায় রণে যারা যত দড় তারা তত বড় জাতি,
সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি!
তোমার চক্র রুধিয়াছে আজ
বেনের রৌপ্য-চাকায়, কি লাজ!
এত অনাচার স’য়ে যাও তুমি, তুমি মহা মহীয়ান্‌ ।
পীড়িত মানব পারে না ক’ আর, সবে না এ অপমান-
ভগবান! ভগবান!
ঐ দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি ক’ আর!
‘ মরিয়া’র মুখে মারণের বাণী উঠিতেছে ‘মার মার!’
রক্ত যা ছিল ক’রেছে শোষণ,
নীরক্ত দেহে হাড় দিয়ে রণ!
শত শতাব্দী ভাঙেনি যে হাড়, সেই হাড়ে ওঠে গান-
‘ জয় নিপীড়িত জনগণ জয়! জয় নব উত্থান!
জয় জয় ভগবান!’

তোমার দেওয়া এ বিপুল পৃথ্বী সকলে কবির ভোগ,
এই পৃথিবীর নাড়ী সাথে আছে সৃজন-দিনের যোগ।
তাজা ফুল ফলে অঞ্চলি পুরে
বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে,
কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান?
আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ-
এতদিনে ভগবান!

যে-আকাশে হ’তে ঝরে তব দান আলো ও বৃষ্টি-ধারা,
সে-আকাশ হ’তে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কা’রা?
উদার আকাশ বাতাস কাহারা
করিয়া তুলিছে ভীতির সাহারা?
তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কা’র কামান?
হবে না সত্য দৈত্য-মুক্ত? হবে না প্রতিবিধান?
ভগবান! ভগবান!

তোমার দত্ত হসে-রে বাঁধে কোন্‌ নিপীড়ন-চেড়ী?
আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ী?
ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ,
আমিও মানুষ, আমিও মহান্‌ !
আমার অধীনে এ মোর রসনা, এই খাড়া গর্দান!
মনের শিকল ছিঁড়েছি, পড়েছে হাতের শিকলে টান-
এতদিনে ভগবান!
চির-অবনত তুলিয়াছে আজ গগনে উ”চ শির।
বান্দা আজিকে বন্ধন ছেদি’ ভেঙেছে কারা-প্রাচীর।
এতদিনে তার লাগিয়াছে ভালো-
আকাশ বাতাস বাহিরেতে আলো,
এবার বন্দী বুঝেছে, মধুর প্রাণের চাইতে ত্রাণ।
মুক্ত-কন্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতান-
জয় নিপীড়িত প্রাণ!
জয় নব অভিযান!
জয় নব উত্থান!

Complaint
Translation: Abdul Hakim

Thy forlorn child covered with the dust
of this Earth doth cry for redress, ..
Give him a reply, Lord, the Original Father!
With the sad light of my eyes I wander
about Thy Creation.,
The little I see fills me with wonder
and my whole heart becomes full to the brim
So Good art Thou? So much dost
Thou love? So Sublime art Thou?
God, O god?
How beautiful is Thy Creation
How noble is it, Father'?
Yet sitting at the head of the Creation
dost Thou weep like an anxious
Mother! It seems as if Thou hast
no rest, no happiness!
Now destroying and creating, now
creating and destroying and
anxious ever, ever and ever --
Thou hast covered the sky with a canopy
of diamond -- lest our eyes should be
troubled by the heat of the sun
The breeze doth blow to cool our body
tormented by the sun,
Lord, 0 Lord!
The sun, moon and stars, at Dawn and
Dusk, proclaim Thy Ordinance ~
"This Day and Night, Sky and Air are
meant for no particular individuals
the wealth of this world --
Fragrant flowers, sweet ambrosial
fruits, balmy earth, necter-like
water, Birds' Songs, --
Each and all of them is and are
the common heritage of all mankind,
and this is Divine 'Firman'-
God, O God! It was Thy Divine Will to create Men
with white or yellow or black complexion,
We are black and Thou knowest
well that it is no disgrace
Thou hast not said that in the white
Island alone, the sun and moon will
shine and the white nation dominate
all the rest; it is indeed not Thy Decree!
Thy own Children today transgress Thy
Commandments!
Lord, O lord!
Thy gift of dust and earth went to
Earth, Thy Youngest daughter
With that she hoids a cup of milk
to her children.
Spreading the wings like a Peacock
Her joy doth go round -
Her children are not happy, they are
greedy, they are Satanic!
Actuated by animosity they cut
one another, they plant barriers everyday.
God, O God!
Ousting Thee from Thy Seat there
doth sit the greedy,
His avarice hath converted the
fruitful luxuriant Earth into
a barren, dreary desert.
Seated on a throne of Sand, the King
of a day pursues a relentless,
repressive policy, which doth but
make his own throne give way
and prepare a grave yard!
By snatching away food from the
mouth of a brother, he becomes a hero.
O Lord, O Lord!
They call him 'Mohajan" who sucks
like the leech the blood of people,
They are not landholders who look
after the lands like their children,
Those who set not their foot on earth
become the owners of earth -
the more one is a hypocrite, the more
a cheat, the greater is one's influence!
Every day the butcher makes a new
knife and parades his scientific intention.
God, a God!
The greatness of a nation is measured by
the extent of its resources for unlawful war,
Seven great warriors killed a boy
and the shameless heroes brag of it!
O Shame! Thy divine disc is today
overpowered by the silver-wheel of
a commercial class!
O Thou Most Glorious! Why dost Thou
put up with such wrong! The suffering
humanity can bear no more, this
injustice shall not be tolerated"
Lord, a Lord!
Hark, the war-cry on all sides!
There's no fear! From the mouth of
the dying comet the cry
"Kill, Kill!"
Whatever blood was there has been
sucked; let the bloodless body
now fight with bones -
The bones that a hundred centuries
Could not smash now sing aloud
"Three cheers for suffering humanity,
Hip, Hip, Hurrah!!!
Three cheers for New order,
Hip, Hip, Hurrah!!!
Victory to Thee, a Lord!
This gift of Thine, this multitudinous
Earth we all will enjoy,
There's a flesh and blood relation between
this Earth and the day of Creation"
With fresh flowers and fruits in both hands
the Earth goes round every house,
Who is such a robber as will steal
the paddy of my granary?
In the food of my hunger I feel
the fragrance of my life -
After all, O God!
Who are they that fly airplanes and
hurl bombs from the sky from which
descents Thy gift in the shape of
light and rain?
Who do now convert the serene sky
and air into a wilderness of terror?
Whose cannons like sentinels surround
and guard Thy limitless space?
Will truth not be free of the demon?
Is there no remedy?
God, O God!
Whose fetters corrode the God-gifted
hands'? Whose tyrannical laws ban
my freedom of movement? Subject
to hunger and thirst, I own a life,
I too am a man, I too am sublime!
This tongue of mine is under my control,
this straight neck, too! I have
broken the fetters of my mind, I
am hurt by the fetters of my hands now,
After all, O God!
The ever-humbled now raise their heads
high into the sky, the-imprisoned
shatter their chains to pieces and
pull down the prison walls!
After long, today they like the sky,
air and light of Heaven,
The captive now understand that
liberty is sweeter than life. In spontaneous
notes one voice rises in the liberated
world -- 'Victory to suffering humanity,
Victory to the New campaign,
Victory to the New order!'

1 comment: